
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জামায়াতে ইসলামীর বর্তমান আমির ড. শফিকুর রহমানের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছরের নির্বাচন প্রক্রিয়া শুরু হবে ১৫ অক্টোবর এবং চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
জামায়াতের রুকনরা ভোটের মাধ্যমে নতুন আমির নির্বাচন করবেন। দলের অভ্যন্তরে আলোচনায় উঠে এসেছে পাঁচ শীর্ষ নেতার নাম। প্যানেলভুক্ত নেতারা হলেন: ড. শফিকুর রহমান, সিনিয়র নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।
প্যানেল থেকে একজন নির্বাচিত হবেন। তবে দলের নিয়ম অনুযায়ী রুকনরা চাইলে এই প্যানেলের বাইরে কাউকেও ভোট দিতে পারেন। নির্বাচনের ফলাফলের মাধ্যমে জানা যাবে, কে হবেন নতুন আমির। নির্বাচনের পরে নভেম্বর মাসে নবনির্বাচিত আমির শপথ গ্রহণ করবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, নির্বাচনে কোনো নির্দিষ্ট প্রার্থী নেই। সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই আগামী তিন বছরের জন্য দলের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
দলের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, ড. শফিকুর রহমান তার মাঠপর্যায়ের সক্রিয়তা, সিদ্ধান্ত গ্রহণের গতি ও মানবিক সহমর্মিতার কারণে দলের মধ্যে জনপ্রিয়। তবে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামের প্রতি সহানুভূতিও রয়েছে। ফলে নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হতে পারে।





























