আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ভেদরগঞ্জ উপজেলার সখিপুর এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। রবিবার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের এক স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই সভায় ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মানিক তাতীর নেতৃত্বে শ্রমিক লীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মিঝি, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আমান উল্লা আসামী, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কালা আসামী, যুবলীগ নেতা রাজ্জাক আসামী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিজাম আসামী, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিঝি, সাবেক মেম্বার আলী আকবর প্রধানীয়া সহ বিভিন্ন পর্যায়ের আরো অনেকে ছিলেন।
উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতা কালা আসামী বলেন,
“আমি কিরণ ভাইকে ভালো জানি। তিনি মানুষের পাশে দাঁড়ান। কিরণ ভাইয়ের পাশে আছি, ইনশাআল্লাহ থাকব।”
অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন। তিনি বলেন,
“আজ আওয়ামী লীগ থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যুক্ত হয়েছেন। কয়েক দিন আগে জামায়াত থেকেও অনেকেই যোগ দিয়েছেন। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ বিএনপিতে আসছেন। এখানে কোনো রাজনৈতিক চাপ নেই—আছে ভালোবাসা। আমি প্রতিহিংসার রাজনীতি করি না।”
স্থানীয় পর্যায়ে এই যোগদানকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।