আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন সংক্রান্ত কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক ঘোষণায় সংগঠনটি জানায়, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার ইন্তেকাল হওয়ায় প্রাথমিক ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে সিঙ্গাপুরে।
ইনকিলাব মঞ্চের ঘোষণায় বলা হয়, শহীদ হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের একটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
সংগঠনটি আরও জানায়, দেশে পৌঁছানোর পর শহীদ ওসমান হাদির জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এ জানাজায় সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, শহীদ হাদির আত্মত্যাগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার জানাজা কর্মসূচি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং ন্যায়বিচার ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যের প্রতীক।
উল্লেখ্য, রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন শরিফ ওসমান হাদি। তার শাহাদাতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।