আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পেয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের পক্ষ থেকে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন। নতুন নিবন্ধিত দলটির নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছে ‘শাপলা কলি’।
নিবন্ধন নিয়ে দীর্ঘ সময় ধরে চলা প্রক্রিয়া শেষে সনদ পাওয়াকে এনসিপি একটি “মাইলফলক অর্জন” হিসেবে দেখছে। সনদ গ্রহণের পর নাহিদ ইসলাম জানান, দলটির কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলের কর্মী—সবাই এ অর্জনের পেছনে নিরলসভাবে কাজ করেছেন।
নাহিদ ইসলাম নির্বাচনসংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীর প্রতি সমর্থন জানিয়ে বলেন, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে এই সংস্কার অত্যন্ত সময়োপযোগী। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক পক্ষ চাপ সৃষ্টি করে এই সংশোধনী বাতিলের চেষ্টা চালাচ্ছে এবং আদালতকে ব্যবহারের অপচেষ্টা চলছে—যা তিনি তীব্র নিন্দা জানান।
এনসিপি নেতা আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। কোনো বিশেষ দলের পক্ষে সুবিধা তৈরি করতে “এক মার্কা” ব্যবস্থার চেষ্টা করা হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে।
নির্বাচনে অর্থ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, প্রার্থীর হলফনামার তথ্য কঠোরভাবে যাচাই করা প্রয়োজন। বিশেষ করে কালো টাকা ছড়ানো, অতিরিক্ত ব্যয় এবং অবৈধ প্রভাব বিস্তার প্রতিরোধে নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে।
তিনি আরও দাবি করেন, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বদলিতে রাজনৈতিক প্রভাব দেখা যায়, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এজন্য এসব নিয়োগ ও বদলির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গণভোটের প্রশ্ন নিয়ে নাহিদ ইসলাম বলেন, ভোটারদের কাছে সঠিক তথ্য না পৌঁছালে বিভ্রান্তি তৈরি হবে। তাই গণভোটসংক্রান্ত প্রচার ও তথ্য উপস্থাপনায় নির্বাচন কমিশনকে আরও সক্রিয় থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি অপতথ্য ছড়ানো রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
এনসিপি জানিয়েছে, নতুন প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে তারা আসন্ন নির্বাচনে অংশ নেবে এবং জনগণের আস্থা অর্জনে ইতিমধ্যেই নানা প্রস্তুতি চলছে।