আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক না পাওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে নতুন প্রতীক দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, নির্বাচনী প্রতীক সংক্রান্ত নীতিমালায় শাপলার নাম না থাকায় দলটির আবেদন গ্রহণ করা সম্ভব নয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, বিধিমালায় অনুমোদিত প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক বরাদ্দের সুযোগ নেই। তাই এনসিপিকে স্বীকৃত প্রতীক তালিকা থেকে একটি বেছে নিতে হবে এবং কমিশন সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে কমিশন নির্বাচন ও প্রতীক সংক্রান্ত নীতিমালা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, এখন পর্যন্ত এই সিদ্ধান্তের বিপরীতে কোনো গ্রহণযোগ্য প্রস্তাব বা সমন্বয়ের আবেদন কমিশনের কাছে আসেনি।
এদিকে এনসিপি সূত্রে জানা যায়, তারা শাপলা প্রতীক পাওয়ার দাবিতে আপত্তি জানিয়েছে এবং কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেছে। তবে কমিশন তাদের আগের অবস্থানেই অটল রয়েছে।
ইসি বলছে, সকল দলের জন্য সমান সুযোগ ও স্বচ্ছ প্রতীক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর ফলে দলটি নতুন প্রতীকে নির্বাচনে অংশ নেবে কি না—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এনসিপি।