আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
প্রাথমিকভাবে আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে মোট ২৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, কার্গো ভিলেজে থাকা আমদানি করা পণ্য রাখার গুদামঘরের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সমন্বিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও আমাদের নিজস্ব টিম একসাথে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ২টা ৩০ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের ভেতরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ দূরত্বে থাকার এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।