আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর, আমদানি ও রপ্তানির পণ্য রাখার জন্য নতুন স্থান নির্ধারণ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সাময়িকভাবে বিমানবন্দরের জিএসই মেইনটেন্যান্স এলাকা বা গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মেইনটেন্যান্স স্পেস-এ পণ্য খালাস কার্যক্রম শুরু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা কাস্টম হাউস ইতোমধ্যে উক্ত স্থানে পণ্যের কায়িক পরীক্ষা চালাচ্ছে এবং ৯ নম্বর গেটে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সংযোগ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে খালাস কার্যক্রম চালু হয়েছে।
এর আগে শনিবার দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা একযোগে কাজ করেন। দীর্ঘ প্রচেষ্টার পর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে।
কার্গো ভিলেজে মূলত আমদানি করা পণ্য সংরক্ষিত থাকত, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।