আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীও যুক্ত রয়েছে। পরিস্থিতি মোকাবিলা ও উদ্ধার কাজে সহায়তার জন্য মোতায়ন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে। সূত্রপাতের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও বিমানবাহিনীর দুটি ইউনিট কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ইউনিট যোগ দেওয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে নেমে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, নৌবাহিনী ও বিমানবাহিনী একযোগে কাজ করছে। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় দুই প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে।
আগুনের কারণে বিমানবন্দরে সব ধরণের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। ঢাকাগামী অন্যান্য ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে।
সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিমান চলাচল স্বাভাবিক হবে।