
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহবাগ আজ রোববার রূপ নিয়েছে এক ভিন্ন চিত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন হাজারো নেতাকর্মী। ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড, বিশ্ববিদ্যালয়, এমনকি দূরের জেলা থেকেও ছুটে আসেন ছাত্রদলের কর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে ছিল বিপুল জনসমাগম।
চারুকলা, শাহবাগ মোড়, কাঁটাবন থেকে ঢাকা ক্লাব পর্যন্ত রাস্তা জুড়ে দেখা যায় পোস্টার, ব্যানার, ফেস্টুন আর নানা শ্লোগান। তরুণদের মুখে মুখে শোনা যাচ্ছিল,‘গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল মাঠে’, ‘ছাত্রদল আছে বলেই আশার আলো জ্বলে’ এমন আবেগঘন আহ্বান।
অনেকেই এসেছেন ব্যানার হাতে, আবার কেউ বাঁশি বাজিয়ে স্লোগানে যোগ দিচ্ছেন। কেউ আবার দলের শ্লোগান লেখা টি-শার্ট পরে বন্ধুদের সাথে দাড়িয়ে আছেন রাস্তার পাশে। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়ে, পুরো এলাকাটি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
মূল মঞ্চে বক্তব্য রাখার জন্য প্রস্তুতি চলছিল বিকেলের দিকে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
শাহবাগের আজকের চিত্রটি স্পষ্ট করে বলছে, ছাত্ররাজনীতিতে ছাত্রদলের উপস্থিতি এখনো প্রবল, সংগঠনের ঘর গোছানোর পাশাপাশি রাজপথেও তারা শক্ত বার্তা দিতে চায়।




























