আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকায় শিক্ষকদের আন্দোলনের প্রতিবাদে সারাদেশের মতো দিনাজপুরের হিলিতেও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত থাকেন। এর ফলে সকাল থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
বিদ্যালয়ে এসে ক্লাস না পাওয়ায় শিক্ষার্থীরা হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, কর্মবিরতির কারণে তাদের পড়াশোনায় ক্ষতি হবে।
বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রশীদ জানান, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো উপজেলার সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।”
কর্মবিরতির ফলে শিক্ষকরা তাদের মৌলিক দাবি আদায়ের জন্য চাপ সৃষ্টি করছেন, তবে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরমভাবে উদ্বিগ্ন। এলাকাবাসীও চাইছেন সমস্যার দ্রুত সমাধান হয়, যাতে শিক্ষার্থীদের ক্ষতি না হয়।