আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা আর সহ্য করা হবে না।
বুধবার দুপুরে রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “আমি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি পছন্দ করি না। ভারতের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নেই। ইউরোপসহ বিশ্বের কোথাও ছাত্র রাজনীতি নেই। রাজনীতিবিদরা কেবল নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করছে।”
তিনি আরও বলেন, “অতি আধুনিকতার নামে মাদ্রাসা শিক্ষাকে কোণঠাসা করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে—মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চললেও এর মূলভিত্তি অবশ্যই হবে কোরআন, হাদিস ও ফেকাহ।”
নির্বাচন প্রসঙ্গে মন্তব্য
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, “এবারের ভোট হবে দিনের বেলায়, রাতের আঁধারে নয়। অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে। ৫৪ বছরের রক্ত ও ত্যাগের বিনিময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।”