
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় প্রাথমিকভাবে বিবেচিত হলেও দলটির কাঙ্ক্ষিত প্রতীক শাপলা নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় বিপাকে পড়েছে। কমিশনের নির্বাচন সহায়তা শাখা থেকে এনসিপিকে জানানো হয়েছে, শাপলা প্রতীক বিধিমালার অনুমোদিত প্রতীকের তালিকায় নেই। ফলে দলটিকে তালিকাভুক্ত ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে হবে।
নির্বাচন কমিশন থেকে প্রেরিত চিঠিতে জানানো হয়, এনসিপি আবেদনপত্রে প্রতীক হিসেবে প্রথমে শাপলা, কলম ও মোবাইলের নাম প্রস্তাব করে। পরবর্তীতে শাপলার ভিন্ন রূপ (লাল শাপলা বা সাদা শাপলা) চাওয়া হলেও তা বিদ্যমান বিধিমালার মধ্যে নেই। বিধি অনুযায়ী অনুমোদিত প্রতীক থেকে একটি প্রতীক গ্রহণ করলেই তা দলটির জন্য সংরক্ষিত থাকবে।
এবার এনসিপিকে যে ৫০টি প্রতীকের তালিকা থেকে বেছে নিতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে, আলমারি, উটপাখি, কলম, কলস, কাপ-পিরিচ, কম্পিউটার, কলা, খাট, ঘুড়ি, চার্জার লাইট, চিংড়ি, চশমা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, তবলা, তরমুজ, থালা, দালান, দোলনা, প্রজাপতি, ফুটবল, ফুলের টব, ফ্রিজ, বক, বাঁশি, বেঞ্চ, বেগুন, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, মোড়া, মোরগ, লাউ, লিচু, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
তবে এনসিপির পক্ষ থেকে এ প্রতীক তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। দলটির এক নেতা জানান, আলমিরা, থালা-বাটি বা উটপাখির মতো প্রতীক রাজনৈতিক দলের জন্য মানানসই নয়। তারা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।
আগামী ৭ অক্টোবরের মধ্যে এনসিপিকে তালিকা থেকে একটি প্রতীক চূড়ান্ত করে নির্বাচন কমিশনকে অবহিত করতে বলা হয়েছে।





























