আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান ছিলেন এ দেশের ফ্যাসিজমের মূলহোতা, তিনিই বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়ে বাকশাল কায়েম করেছিলেন।’
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যারা আজ আমাদের সংস্কার নিয়ে খোঁটা দেয়, তাদের মনে রাখা উচিত, এই দেশের রাজনৈতিক সংস্কারের শুরুটা করেছিল বিএনপি। একদলীয় বাকশাল ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি — সবই তাঁর সময়েই বাস্তবায়িত হয়।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরে কিসিঞ্জারের তলাবিহীন ঝুঁড়ি নামে খ্যাত বাংলাদেশকে সম্ভাবনার দেশে রূপান্তরিত করেছিলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি পরিবর্তন করে সংসদীয় শাসনব্যবস্থা চালু করেছিলেন।’
বর্তমান সময়ে নতুন নতুন সংস্কারের ধারণাকে ‘অসম্পূর্ণ ও অবাস্তব’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা এ দেশের সাধারণ মানুষ বোঝেই না। গণতন্ত্রের নামে এভাবে জটিলতা তৈরি না করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় সংস্কার।’