আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভারতে অবস্থান তার ব্যক্তিগত সিদ্ধান্ত। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি সম্মেলনে এক সাক্ষাৎকারে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
জয়শঙ্কর বলেন, “শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন, তখন সময় ও পরিস্থিতি বিবেচনায় ছিল। এখন তার ভবিষ্যত নির্ধারণে বড় ভূমিকা রাখবে সেই পরিস্থিতি।” তিনি আরো বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্পূর্ণ তারই, আমরা এ বিষয়ে বা কারো পক্ষ থেকে আদেশ বা নির্দেশ দিচ্ছি না।”
পররাষ্ট্রমন্ত্রী ঢাকি-নয়াদিল্লি সম্পর্ক, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতির কথাও নিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বাস রাখে; যে কোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটা উচিত।
জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন, সামনে আসা সরকার যাই হোক, ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।