আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দুর্নীতি ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলার তদন্তে সুষ্ঠুতা নিশ্চিত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১৭ জনের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মামলাগুলোর তদন্ত এখনো চলমান রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
দুদক আরও উল্লেখ করে, তদন্তাধীন অবস্থায় অভিযুক্তদের বিদেশে গমন আইনি প্রক্রিয়ার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং বিচার কার্যক্রম বিলম্বিত হওয়ার সম্ভাবনা তৈরি করবে। এসব কারণেই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন দেখা দেয়।
আদালতের আদেশ অনুযায়ী, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও তালিকাভুক্ত আরও ১৫ জন ব্যক্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশত্যাগ করতে পারবেন না।
আদালত সূত্রে জানা গেছে, এই নির্দেশনার অনুলিপি ইতোমধ্যে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যাতে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাতের একাধিক অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন।