আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম: নেদারল্যান্ডসের চ্যালেঞ্জে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ। তবে খেলা শুরু হতেই বৃষ্টির কারণে আপাতত বিরতি পড়ে।
খেলার মাত্র ৪.১ ওভারেই বাংলাদেশ এক উইকেট হারালেও রান তোলার গতি ধরে রাখে। অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান ও তাওহিদ হৃদয় মিলিয়ে মাত্র ২৫ বলেই ৬০ রান সংগ্রহ করেন।
দুই ম্যাচে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ আজ হেরে টসের পরে ব্যাটিংয়ে নামতে হয়েছে। সিরিজ শুরুর আগে লিটন দাস জানিয়েছিলেন, তারা টি-টোয়েন্টিতে ২০০-২৫০ রানের অভ্যাস গড়তে চায়। আজ সেটি দেখানোর সুযোগ টাইগারদের হাতে এসেছে।
নেদারল্যান্ডস হয়তো দেখতে চায়, বাংলাদেশ কথার ফুলঝুরিতে কতটা ওস্তাদী দেখাতে পারবে। টাইগাররা তাই বৃষ্টি থামলে রানের বন্যা বয়ে দিতে প্রস্তুত।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তদের বিস্ফোরক মন্তব্য, দুর্বল দল পেলে রবি সিমের অ্যাডের মতো জ্বলে উঠে লিটনের ব্যাট।