আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের শতবর্ষী তোফের আলী জীবনের শেষ প্রান্তে এসেও মানবেতর জীবন যাপন করছেন। ১১ জন সন্তান থাকা সত্ত্বেও—৮ ছেলে ও ৩ মেয়ে—তিনি পাচ্ছেন না দু’মুঠো ভাত কিংবা থাকার নিশ্চয়তা।
তোফের আলীর ৭ ছেলে জেলার বাইরে থাকেন, মেয়েরা বিবাহিত হয়ে নিজ গৃহে। একসময় ভিক্ষাবৃত্তি করে কোনোভাবে জীবন কাটালেও বয়সের ভারে এখন আর তা সম্ভব নয়। ফলে প্রায়ই অনাহারে থাকতে হচ্ছে তাকে। জীর্ণ কুঁড়েঘরে কষ্টে দিন পার করছেন তিনি।
অসহায় এই বাবা শেষ বয়সে নিজের সন্তানদের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন। দাবি করেছেন—অন্তত দু’বেলা ভাত ও নিরাপদ থাকার ব্যবস্থা যেন তার নিশ্চিত হয়।
তোফের আলীর অভিযোগ, তার ছেলে আইনাল হকের বাড়িতে একাধিক কক্ষ থাকা সত্ত্বেও তার থাকার জায়গা হয়নি। এদিকে ছেলে আইনাল হক অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সংসারে অভাব-অনটন চলছে। তিন কক্ষের মধ্যে একটিতে তিনি থাকেন, একটি আত্মীয়স্বজনের জন্য এবং আরেকটিতে গবাদি পশু থাকে। বাবার জন্য আলাদা ঘর বা নিয়মিত খাবার দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।
এক শতবর্ষী বাবার এই অবস্থা স্থানীয় মহলে গভীর আলোড়ন তুলেছে। সবাই বলছেন, এত সন্তান থাকা সত্ত্বেও বাবার এমন দুরবস্থা মানবতার জন্য লজ্জাজনক।