
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: মাগুরার শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৩)। তিনি স্থানীয় শহীদুল ইসলামের ছেলে।
অভিযান
বুধবার (২০ আগস্ট) ভোরে মাগুরা আর্মি ক্যাম্পের বিশেষ টিম শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে অভিযান চালায়। এসময় শহীদুল ইসলামের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং রফিকুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
তদন্ত
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হরকাতুল জিহাদ বহু বছর আগে নিষিদ্ধ ঘোষিত হলেও তাদের গোপন কার্যক্রম এখনো চলমান বলে গোয়েন্দা তথ্য রয়েছে। রফিকুল কীভাবে এ সংগঠনের সঙ্গে যুক্ত হলো এবং তার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হয়েছে এবং রফিকুলকে আদালতে পাঠানো হয়েছে।
cgt




























