
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ছাড়া অন্য কোনো নেতা বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচির পক্ষে নন, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়। সে কারণেই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত না থাকতে আগেই নির্দেশনা দিয়েছেন। একইভাবে দেশে তার প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপি চেষ্টা করছে যেন কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি না হয়।
তিনি জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি তার অসুস্থ মায়ের কাছে হাসপাতালে যেতে চান। পাশাপাশি তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে আগ্রহী। এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি এমন একটি তারিখে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যা টানা তিন দিনের সরকারি ছুটির মধ্যে পড়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করেই রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। জনদুর্ভোগ কমাতে রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে সীমিত পরিসরে একটি কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে একমাত্র বক্তা হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান নিজেই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে কাঞ্চন ব্রিজ ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে, যাতে নগরীর ভেতরে যানজট বা অতিরিক্ত চাপ না পড়ে।



























