আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মাত্র পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শুক্রবার রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা গবেষণা ব্যুরো।
শেখ বশিরউদ্দীন বলেন, দেশের কাঁচামালের ঘাটতি জ্ঞানার্জনের মাধ্যমে পূরণ করা সম্ভব। আল্লাহ কাউকে জ্ঞানের একচেটিয়া অধিকার দেননি, তাই যে যত বেশি চেষ্টা করবে, সে তত বেশি অর্জন করতে পারবে। শ্রম উৎপাদনশীলতা, লজিস্টিক দক্ষতা, অর্থায়ন প্রাপ্তি এবং বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিনি জানান, গণঅভ্যুত্থানের পর বাজার নিয়ন্ত্রণ করা ছিল বড় চ্যালেঞ্জ। কারণ তথাকথিত সিন্ডিকেটের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছিল। তবে সরকারের বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টায় সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার পতনের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার এবং বিভিন্ন ঋণ পরিশোধের দায় ছিল ৬ বিলিয়ন। বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই ঋণ পরিশোধের পর এখন রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারে।
ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, গত ১৬ বছরে একদলীয় শাসকরা এমন কিছু ক্রোনিস তৈরি করেছিল যাদের অর্থনীতিতে কোনো ইতিবাচক ভূমিকা ছিল না। বরং তারা বাজার অস্থিতিশীল করেছিল। নতুন সরকার যদি গণতান্ত্রিকভাবে বাজার পরিচালনা করে এবং নিরপেক্ষ সংস্কার কার্যকর করে, তাহলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সোনালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মুসলিম উদ্দিন চৌধুরী।
শেষে ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।