
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় জাতীয় মহাসড়ক-৪৮ (এনএইচ-৪৮) এক স্লিপার বাসে ট্রাকের ধাক্কায় আগুন লেগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় বাসে মোট ৩২ জন যাত্রী ও কর্মচারী ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসের তেলের ট্যাঙ্কে ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে। কিছু যাত্রী আগুন থেকে বের হতে পারলেও অনেকেই দগ্ধ হয়ে প্রাণ হারান। নিহতদের মধ্যে অন্তত ৮ জন যাত্রী এবং ট্রাকচালক রয়েছেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সাচিন জানান, বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কনটেইনার ট্রাকটি বাসকে ধাক্কা দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। এক যাত্রী আদিত্য বলেন, “ধাক্কা লাগতেই আমি পড়ে যাই। দরজা খোলা যাচ্ছিল না, কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করি।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এর আগে নভেম্বর মাসে ভারতের তেলেঙ্গানা রাজ্যে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২০ জনের মৃত্যু ঘটে। দেশের সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে বিবেচিত হচ্ছে।



























