আওয়ার টাইমস নিউজ এর বিশেষ ইসলামী প্রতিবেদন।
ইসলামী জীবন ডেস্ক: পৃথিবীর শুরু থেকেই মানব সমাজে সত্য আর মিথ্যার দ্বন্দ্ব চিরকাল ধরে চলমান রয়েছে। কখনো কখনো এমন পরিস্থিতি আসে, যে কোন পক্ষ সত্য বলছে, আর কোন পক্ষ মিথ্যা বলছে, তা প্রমাণের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। ঠিক তখনই ইসলামের একটি বিস্ময়কর কার্যকর পদ্ধতি হচ্ছে মুবাহালা, যা সত্য-মিথ্যা যাচাইয়ে চূড়ান্ত হাতিয়ার, ( মুবাহালা ) এটি কেবল শুধু কোনো সাধারণ দোয়া নয়, বরং কুরআনের নির্দেশিত মিথ্যাবাদী দলের ধ্বংসের চূড়ান্ত চুক্তি, এবং সত্যবাদী পক্ষের চূড়ান্ত মুক্তির চুক্তি, যেখানে দোয়ার মাধ্যমে আল্লাহর সামনে সত্য-মিথ্যার চূড়ান্তও ফয়সালা চাওয়া হয়।
পবিত্র কুরআন মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের নির্দেশ,
মহান আল্লাহ্ বলেন,
﴿ فَمَنْ حَاجَّكَ فِيهِ مِن بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ ﴾
(সূরা আলে ইমরান: ৬১)
অর্থ: “যদি কেউ তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় জ্ঞান প্রাপ্তির পর, তবে বলো, আসো! আমরা আমাদের সন্তানদের ও তোমাদের সন্তানদের, আমাদের স্ত্রীদের ও তোমাদের স্ত্রীদের, আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের নিয়ে আসি; তারপর আন্তরিকভাবে প্রার্থনা করি এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ আহ্বান করি।”
পৃথিবীর ইতিহাসের প্রথম মুবাহালা!
রাসূলুল্লাহ ﷺ এই পদ্ধতির বাস্তব উদাহরণ স্থাপন করেছেন খ্রিস্টান নাজরান প্রতিনিধি দলের সাথে। বিতর্কের পরে সত্য-মিথ্যার ফয়সালা করতে তিনি তাদের মুবাহালায় ডাকলেন। কিন্তু তারা ভয় পেয়ে পিছু হটলো, কারণ তারা জানত, মিথ্যা পক্ষে থাকলে আল্লাহর অভিশাপ অনিবার্য।
হাদিসের আলোকে মুবাহালার বিষয়ে সতর্কতা
রাসূলুল্লাহ ﷺ এর যুগ থেকে সাহাবিগণ ও সালাফগণ প্রমাণহীন চরম দ্বন্দ্বে মুবাহালা ব্যবহার করতেন, কিন্তু খুব সতর্কতার সাথে। মুবাহালা করতে গেলে একটাই শর্তই ছিল, নিজের পক্ষে শতভাগ সত্যতা ও আস্থা থাকতে হবে। মিথ্যা বলার কোনো সুযোগ নেই। একবার মিথ্যা প্রমাণিত হলে গজব আর লা’নতের হাত থেকে রক্ষা নেই।
মুবাহালার সহজ দোয়া।
اللَّهُمَّ الْعَنْ الْكَاذِبَ مِنَّا وَأَهْلِكْهُ إِنْ كَانَ كَاذِبًا
অর্থ: “হে আল্লাহ! আমাদের মধ্যে যে মিথ্যা বলছে তার উপর অভিশাপ বর্ষণ করুন এবং সে যদি মিথ্যা বলে থাকে তবে তাকে ধ্বংস করুন।”
চূড়ান্ত শিক্ষা...
মুবাহালা আমাদের শিখিয়ে দেয়, সত্য কখনোই চাপা থাকে না, আর মিথ্যার পক্ষ ধ্বংস হবেই হবে, যখন সব যুক্তি নিস্তেজ, তখন ঈমানদারদের হাতিয়ার হলো আল্লাহর কাছে ফয়সালা চাওয়া।
যারা সত্যে অবিচল, তাদের জন্য মুবাহালা বিজয়ের ঘোষণা। আর যারা মিথ্যা, তাদের জন্য এটি ধ্বংসের প্রাক্কাল!
লেখক: হুসাইন আল আজাদ ইবনে নোয়াব
সম্পাদকীয় বিভাগ: আওয়ার টাইমস নিউজ