আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, “সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দেশটির জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালে এনসিপির নেতারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। বিমানবন্দর থেকে শহরের গ্রান্ড হায়াত হোটেলের সামনে পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দেন।
আখতার হোসেন বলেন, “আমাদের দমাতে পারেনি গুলি, আমাদের থামাতে পারবে না আওয়ামী লীগের সন্ত্রাস ও ফ্যাসিবাদী আচরণ। বাংলাদেশের মাটিতে স্বৈরাচারী ও গণহত্যাকারী হিসেবে পরিচিত শেখ হাসিনার বিচার অবশ্যই হবে।” আওয়ামী সন্ত্রাসীরা কোনভাবেই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিচার বাধাগ্রস্ত করতে পারবে না।