আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: বৈশ্বিক বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বর্ণের দাম সামান্য কমে গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ প্রভাব পড়েছে।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এবং লন্ডন সময় বেলা ১১টা ১১ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪,২১৭.০৯ ডলারে এসে দাঁড়ায়, যা আগের তুলনায় ০.০৩ শতাংশ কম। তবে ফেব্রুয়ারি সরবরাহের জন্য মার্কেটে স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে ৪,২৪৪.৭০ ডলারে অবস্থান করে।
বিশ্লেষকরা বলছেন, সুদের হার কমানোর প্রত্যাশায় কিছু আগাম বিনিয়োগ বিক্রি হওয়ায় স্বর্ণের দাম সামান্য পতন হয়েছে। কিন্তু স্বর্ণের মৌলিক বাজার দৃঢ় অবস্থায় রয়েছে এবং ভবিষ্যতে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রুপার বাজারে উত্থান দেখা গেছে। স্পট রুপার দাম আউন্সপ্রতি ৬২.৩৯ ডলারে পৌঁছেছে, যা নতুন রেকর্ড। চলতি বছরে রুপার দাম ইতিমধ্যেই ১১৬ শতাংশ বেড়েছে। এর পেছনে রয়েছে শিল্প খাতে চাহিদা বৃদ্ধি, মজুত কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের ‘ক্রিটিক্যাল মিনারেল লিস্ট’-এ রুপা অন্তর্ভুক্তির প্রভাব।
বিশ্লেষকরা আশা করছেন, ক্রিটিক্যাল মিনারেল তালিকায় অন্তর্ভুক্তির কারণে ভবিষ্যতে রিজার্ভ গঠনের সম্ভাবনা থাকায় রুপার বাজার আরও শক্তিশালী হতে পারে।