
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কোরআন শিক্ষাকে সব স্তরে বাধ্যতামূলক করলে সমাজে পাপ ও অপরাধ প্রবণতা কমে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, সংসদে যেতে পারলে প্রতিটি পর্যায়ে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেবেন।
শনিবার সকালে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় হাফেজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশের মসজিদের খতিব ও মুয়াজ্জিনরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সকল মসজিদের খতিব ও মুয়াজ্জিনকে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার সময় এসেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
আলেমদের দেশের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, যে মতেরই হোন না কেন, আলেমদের রক্ষা ও সম্মান দেওয়া সবার দায়িত্ব। তাদের ওপর যেকোনো আঘাত বরদাশত করা হবে না।
সম্মেলনে আরও বক্তব্য দেন, মাওলানা ইয়াসিন নুরী আল গাজীপুরী, আমিরুজ্জামান আমির, মাহমুদুর রহমান পিটার, অ্যাডভোকেট আক্তার হোসেন, ক্বারী হুমায়ুন কবির, মহসিন উদ্দিন বেলালী, হাফেজ ইজহারুল হক সিরাজী, মুফতি শামিম মজুমদার ও নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ হাফেজদের বৃত্তি প্রদান করা হয়।



























