
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: বাংলাদেশের আর্থিক খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল শনিবার রাতে ঢাকায় পৌঁছেছে। তারা দেশের ব্যাংক, বীমা ও শেয়ারবাজারসহ পুরো আর্থিক খাতের অবস্থা সরেজমিন পর্যালোচনা করবেন এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করবেন।
দলটির নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা গেলেন্স (Gallance)-এর প্রধান নির্বাহী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া। তার উদ্যোগে এই সফরের মাধ্যমে বিনিয়োগকারীরা বাংলাদেশের আর্থিক খাতে টেকসই ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করবেন বলে জানা গেছে।
বর্তমানে দেশের আর্থিক খাতের মোট সম্পদের পরিমাণ ৬ ট্রিলিয়ন টাকারও বেশি, যার মধ্যে ব্যাংকিং খাতের অংশ প্রায় ৭৫ শতাংশ। স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন ৭০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং বীমা খাতে প্রতি বছর গড়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের এই আগমন বাংলাদেশের আর্থিক খাতকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করে তুলবে।
গেলেন্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিনিধি দল দেশের আর্থিক অবকাঠামো, বিনিয়োগ নীতি, নিয়ন্ত্রক কাঠামো এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সক্ষমতা মূল্যায়ন করবে। প্রাথমিক মূল্যায়নের পর আগামী মাসেই তারা মূল বিনিয়োগ প্রস্তাবনা প্রকাশ করতে পারে।
অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফর বাংলাদেশের অর্থনীতি, রেমিট্যান্স প্রবাহ, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন গতি আনবে। বিদেশি বিনিয়োগ বাড়লে পুঁজিবাজারে আস্থা ফিরবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও সুসংহত হবে।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) আগের বছরের তুলনায় প্রায় ৮.৫ শতাংশ বেড়েছে। নতুন এ উদ্যোগ সফল হলে আগামী দুই বছরে এ প্রবৃদ্ধি ১৫ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, গেলেন্সের নেতৃত্বে শুরু হওয়া এই বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সরকারের ‘রিবিল্ড বাংলাদেশ’ ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।





























