
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত দেশের গণতন্ত্রের উত্তরণের যাত্রাকে নতুন সংকটে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি এখনো ওঁত পেতে আছে, সুযোগ পেলেই রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে ঢাকার সাভারের আশুলিয়া থানার পাশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার সরকার পতনের পূর্বক্ষণে ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের স্মরণে এই সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—শত শহীদের রক্তের বিনিময়ে দেশের মানুষ যে ফ্যাসিবাদ হটিয়েছে, সেই অপশক্তিকে কোনোভাবে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া যাবে না। সরকারের ভুল পদক্ষেপ দেশে উগ্রবাদ ও চরমপন্থার উত্থান ঘটাতে পারে।”
তিনি বলেন, “দেশের মানুষ দেড় দশক ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে গণতন্ত্রের জন্য, কেবল কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে নয়। সরকারে যারা থাকবে, তাদের অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে, আশা-আকাঙ্ক্ষা বুঝতে হবে।”
তারেক রহমান আরও বলেন, “বিএনপি জনগণের ক্ষমতায়নের রাজনীতি চায়, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। শহীদরা কেবল সংখ্যা নয়—তাদের মৃত্যু মানে পরিবারের স্বপ্নের অবসান, কিন্তু তাদের রক্তই আজকের বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে।”
আশুলিয়ার শহীদদের স্মরণে বিশেষ স্মারক নির্মাণের ঘোষণা দিয়ে তিনি বলেন, “শ্রমজীবী মানুষের আত্মত্যাগের মর্যাদা দিতে সাভার-আশুলিয়ায় একটি বিশেষ স্থাপনা করার পরিকল্পনা বিএনপির রয়েছে।”
সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।




























