আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, মিথ্যা মামলা, দখল ও ভাঙচুরের ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
তিনি লিখেছেন—
“ক্ষমতার দাপট দেখিয়ে কারা দেশের বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস চালাচ্ছে, মিথ্যা মামলা দিয়ে আটক বাণিজ্য করছে, ভাস্কর্য-ম্যুরাল ভাঙছে, পার্ক-মাজারে হামলা করছে, মুক্তিযোদ্ধা-শিক্ষক-সাংবাদিকদের জখম করছে, নূরের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করছে, চাঁদাবাজি করছে, হিংসা-বিদ্বেষ ছড়াচ্ছে—এসব সরকার চাইলেই চিহ্নিত করতে পারে। অনেক ঘটনার ভিডিও-প্রমাণও রয়েছে, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটি কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা মনে হয় না। সরকার দ্রুত প্রতিবাদ জানিয়েছে ঠিকই, কিন্তু আসল অপরাধীদের বিচারের সম্ভাবনা কতটুকু?”
পূর্ববর্তী সরকারের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে এই অর্থনীতিবিদ বলেন, “‘জিরো টলারেন্স’ শব্দদুটি দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী স্লোগান হিসেবে প্রচুর ব্যবহৃত হয়েছিল। কিন্তু বাস্তবে তা সমস্যার সমাধান না করে বরং বৃদ্ধি করেছে। বর্তমান সরকারও মব সন্ত্রাসের ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করছে, অথচ ফলাফল একই রকম। তাহলে কি সরকার দেশকে আরও নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাইছে?