আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। তিনি আবারও দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে, গাজা হবে সামরিকীকরণমুক্ত অঞ্চল।
শনিবার স্থানীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু বলেন, এই লক্ষ্য আমরা অর্জন করব, সহজ পথে বা কঠিন পথে, কিন্তু অর্জন হবেই। তার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল কোনো অবস্থাতেই গাজায় হামাসের অস্ত্রধারী কাঠামো মেনে নিতে প্রস্তুত নয়।
প্রধানমন্ত্রীর এ মন্তব্য আসে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে ২০ দফা পরিকল্পনা প্রস্তাব করেছেন। হামাস জানিয়েছে, তারা জিম্মিদের মুক্তি দিতে রাজি, তবে গাজার ওপর বিদেশি শাসন বা নিরস্ত্রীকরণের প্রস্তাবে তাদের তীব্র আপত্তি রয়েছে।
নেতানিয়াহু এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, হামাস যত দেরিই করুক না কেন, তাদের অস্ত্র নামাতে হবে। আমরা গাজায় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করব, এটা কোনো আলোচনার বিষয় নয়।
এদিকে আগামীকাল সোমবার থেকে ইহুদি ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উৎসব ‘সুক্কোত’ শুরু হচ্ছে। নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, উৎসব চলাকালীন সময়েই বন্দি ইসরায়েলিদের ঘরে ফেরানো সম্ভব হবে। একই সময়ে মিসরের রাজধানী কায়রোতে নতুন করে যুদ্ধবিরতির আলোচনাও শুরু হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছেছে বলে জানা গেছে।
গাজায় এ মুহূর্তে পরিস্থিতি এখনও অস্থিতিশীল। মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে, আর ইসরায়েলি বিমান হামলা থামেনি। তবুও আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য নতুন আলোচনায় আশাবাদী।
সূত্র: BBC Middle East