আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এই নির্দেশ দেন। একই মামলায় টকশোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালে "পানসিয়ানা" নামের একটি ইউটিউব চ্যানেলে অংশগ্রহণ করে তৎকালীন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং আর্থিকভাবে ১০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
এই মামলাটি গত বছরের সেপ্টেম্বর মাসে দায়ের করেন জামালপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার। মামলাটি আদালতে আমলে নেওয়ার পর চলতি বছরের ২৪ মে বিচারক আসামিদের সমন জারি করেছিলেন। তবে আসামিরা আদালতে হাজির না হওয়ায় সোমবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, আসামিদের আদালতে হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছাড়া আর কোনো উপায় ছিল না।