
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কাটুরাইলে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। দুই দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান চলবে ২০ ও ২১ আগস্ট।
অভিযান ও অংশগ্রহণকারীরা
পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া খেয়াঘাট পর্যন্ত নদী তীর দখলমুক্ত করতে পরিচালিত অভিযানে অংশ নেয় প্রশাসনের বিভিন্ন সংস্থা। পুলিশের পাশাপাশি র্যাব, ফায়ার সার্ভিস, আনসার ও বিদ্যুৎ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং নিরাপত্তার জন্য ব্যাপক বাহিনী মোতায়েন করা হয়।
হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন
২০০৯ সালে দায়ের করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্ট নদী দখলমুক্ত রাখার নির্দেশ দেয়। সেই রায়ের বাস্তবায়ন হিসেবে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন, নদীর জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলবে।
প্রতীকী গুরুত্ব
নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ বিশেষ তাৎপর্য বহন করে। এটি দেখিয়েছে, রাজনৈতিক প্রভাব থাকলেও নদীর জায়গা দখলমুক্ত করতে প্রশাসন ছাড় দেবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, “আইনের ঊর্ধ্বে কেউ নয়, নদী ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।”
cgt




























