
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক বিভ্রান্তিকর দাবি, “বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আসবে।” অথচ বাস্তবে এ দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ নেই। অনুসন্ধানে জানা গেছে, এটি সম্পূর্ণ গুজব ও ভুয়া তথ্য।
সাম্প্রতিক সময় ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এ বিষয়ে নানা পোস্ট দেখা গেছে। অনেকেই দাবি করেছেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং এখন জাতিসংঘে সেই পদত্যাগপত্র না জমা দেওয়ায় সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তবে ফ্যাক্টচেকার সংস্থা রিউমর স্ক্যানার জানায়, এ দাবির কোনো ভিত্তি নেই।
তাদের যাচাইয়ে দেখা গেছে, জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (X) অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো ঘোষণা পাওয়া যায়নি।
তথ্য অনুসারে, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মিলিটারি অ্যাফেয়ার্স অফিস (OMA) গত ১৪ অক্টোবর বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি পাঠিয়েছিল, যেখানে শান্তিরক্ষীর সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা ছিল, কিন্তু শেখ হাসিনা বা তার পদত্যাগপত্র নিয়ে কোনো উল্লেখ ছিল না।
সবশেষ যাচাইয়ে প্রমাণিত হয়েছে, “জাতিসংঘে শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা” এই দাবিটি পুরোপুরি ভুয়া, গুজব এবং বিভ্রান্তিকর।





























