আওয়ার টাইমস নিউজ।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এবিএম খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর শপথ নেওয়ার পর ২০১১ সালের ১৭ মে ৬৭ বছর পূর্ণ হলে অবসর গ্রহণ করেন তিনি। বিচারপতি খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচিত ও সমালোচিত হয়।
অভিযোগ রয়েছে, প্রধান বিচারপতি থাকা অবস্থায় ত্রাণ তহবিলের টাকা দিয়ে ব্যক্তিগত চিকিৎসা করা, একাধিক বিতর্কিত রায় প্রদান, জ্যেষ্ঠ বিচারপতিদের অগ্রাহ্য করে পদোন্নতি লাভসহ নানা বিষয়ে সমালোচিত ছিলেন তিনি।
শেখ হাসিনা সরকারের মেয়াদকালে তিনি আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই তিনি পদত্যাগ করেন।
সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন মহল তার বিরুদ্ধে গ্রেফতার ও বিচারের দাবিতে কর্মসূচি পালন করে আসছিল।