
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্জিত সম্পদ সংক্রান্ত একটি বড় অভিযান পরিচালনা করে দুদক। অভিযানে তার দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে দেওয়া হয়। তাদের তথ্যের ভিত্তিতে ২৩ বস্তা আলামত জব্দ করা হয়েছে।
জব্দকৃত বস্তাগুলোতে বিদেশে সম্পদ অর্জনের নথি, বিভিন্ন বিল পরিশোধের তথ্য এবং ভাড়া আদায়ের কাগজপত্র রয়েছে। দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আগে গায়েব করা হয়েছিল, যা সাবেক মন্ত্রীর ড্রাইভার ইলিয়াসের বাসায় রাখা ছিল। তবে অভিযান শেষে একটি ছোট বাসা থেকে ২৩ বস্তা আলামত উদ্ধার করা সম্ভব হয়।
গত ১৭ সেপ্টেম্বর দুপুরে দুদকের টিম অভিযানে উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। এরপর ১৮ সেপ্টেম্বর তাদের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়। অভিযোগে বলা হয়েছে, নগদ উত্তোলনের পর আরামিট গ্রুপের কর্মচারীরা পে-অর্ডার ও ভাউচারের মাধ্যমে ইউসিবিএল ব্যাংকের বহদ্দারহাট শাখায় অর্থ জমা দিতেন।
দুদক জানিয়েছে, আসামিরা দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ করেছেন।




























