
আওয়ার টাইমস নিউজ
স্টাফ রিপোর্টার: অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সকালে মার্কিন সামরিক বিমান সি-১৭ এ করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বার্তায় জানায়, ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা থাকলেও বাস্তবে ফিরেছেন ৩৯ জন।
যে সকল অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছিলেন, তাদের চিহ্নিত করে মার্কিন কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে পাঠানোর উদ্যোগ নেয়।
বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে এবার সামরিক বিমান ব্যবহারের বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে।
cgt




























