
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপতির মাধ্যমে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমানও রয়েছেন। নিয়োগের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সোমবার (২৫ আগস্ট) রাতে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টে কমেন্টের মাধ্যমে সারজিস আলম বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি জানান, তার শ্বশুর ১৯৯১-৯২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং ভর্তি পরীক্ষায় ১৯তম স্থান অর্জন করেন। এরপর LLB ও LLM সম্পন্ন করে ১৯৯৮ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৬ সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিযুক্ত হন এবং বর্তমানে হাইকোর্ট ও আপিল বিভাগ উভয়েই আইনজীবী হিসেবে কাজ করছেন।
সারজিস আলম আরও উল্লেখ করেন, তার শ্বশুর শতাধিক জুনিয়র আইনজীবীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং নবগঠিত ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ কর্তৃক সব যোগ্যতার শর্ত পূরণ করে বিচারপতির মর্যাদা অর্জন করেছেন। তিনি বলেন, “তার যোগ্যতা ও পরিশ্রমকে এড়িয়ে আমার নাম টেনে আনা সংকীর্ণ মানসিকতার পরিচয়।”
cgt




























