
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮:২৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন।
তার সঙ্গে যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।
নুরের ফেসবুক পেজে সোমবার সকালে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, দীর্ঘদিন ঢাকা মেডিকেল ও অন্যান্য মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর নাকের সার্জারিসহ কিছু বিষয়ে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।
এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ঘটে যাওয়া হামলায় গুরুতর আহত হন নুর। আহত হওয়ার পর প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নুরের অনিচ্ছা সত্ত্বেও তার পরিবার ও দলীয় সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয়েছে। গণঅধিকার পরিষদ দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলার ২৪ দিন অতিক্রম হলেও জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না হওয়ায় নেতারা উদ্বেগ প্রকাশ করছেন।




























