আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিরিজে প্রথমবার আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিটন দাসের ব্যাটে ছুটছিল রানের ফোয়ারা। কিন্তু সেই উত্তেজনার ম্যাচটি শেষ পর্যন্ত হার মানল বৃষ্টির কাছে।
দু’দফা খেলা বন্ধ হওয়ার পর রাত ৯টা ৪৩ মিনিটে ম্যাচ আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং ইনিংস থেকেও কোনো ফলাফল পাওয়া গেল না।
বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেটে তোলে ১৬৪ রান। ইনিংসের নায়ক লিটন দাস, ৪৬ বলে ঝলমলে ৭৩ রান করেন ৭ চার ও ৩ ছক্কায়। তার সঙ্গে নুরুল হাসান সোহান (২২*) ও জাকের আলি (২০*) শেষদিকে স্কোর লড়াইযোগ্য জায়গায় নিয়ে যান।
তবে সিরিজের ফল ইতিমধ্যেই নিশ্চিত—বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২–০ ব্যবধানে।