
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ বেলারুশ সীমান্তসংলগ্ন এলাকায় মাটির নিচে তৈরি একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। এই সুড়ঙ্গ ব্যবহার করে অন্তত ১৮০ জনের বেশি অভিবাসী অবৈধভাবে পোল্যান্ডে প্রবেশ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সুড়ঙ্গটি শনাক্ত করার পর অভিযান চালিয়ে ১৩০ জন অভিবাসীকে আটক করা হয়।
পোলিশ সীমান্তরক্ষীদের বরাতে জানা যায়, সুড়ঙ্গটির প্রবেশপথ ছিল বেলারুশ সীমান্তঘেঁষা একটি ঘন জঙ্গলের ভেতরে। মাটির নিচে তৈরি এই পথটি পোল্যান্ডের সীমান্তরেখা থেকে মাত্র ১০ মিটার দূরে এসে শেষ হয়। মাটি ও গাছের শিকড় কেটে তৈরি করা সুড়ঙ্গটি কাঠ ও ধাতব রড দিয়ে শক্তভাবে আটকানো ছিল। সুড়ঙ্গটির উচ্চতা ছিল প্রায় দেড় মিটার, যা দিয়ে হামাগুড়ি দিয়ে চলাচল করা সম্ভব।
এই অবৈধ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে পোলিশ কর্তৃপক্ষ ৬৯ বছর বয়সী এক পোলিশ নাগরিক ও ৪৯ বছর বয়সী এক লিথুয়ানিয়ান নাগরিককে আটক করেছে।
পোল্যান্ড সরকার দাবি করেছে, বেলারুশ ও রাশিয়া পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অভিবাসীদের সীমান্তে ঠেলে দিয়ে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বেলারুশ ও রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
চলতি বছরেই পোল্যান্ড সীমান্তে এমন আরও তিনটি গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। সর্বশেষ এই ঘটনা দেশটির সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: রয়টার্স



























