আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে তার সব পদ থেকে স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সাহাব উদ্দিনের স্থলাভিষিক্ত হিসেবে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত বছর থেকে সিলেটের ভোলাগঞ্জ এলাকার সাদা পাথর পর্যটনকেন্দ্রে অবৈধ পাথর উত্তোলন চলছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালী কিছু ব্যক্তি পাহাড়ি এলাকা থেকে নিয়মবহির্ভূতভাবে পাথর উত্তোলন ও পরিবেশের ক্ষতি করছেন।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি পাহাড়ি ঢলের ফলে বালুর নতুন স্তর উঠে আসলেও পাথর আগে থেকেই উধাও হয়ে গেছে। তারা অভিযোগ করেন, পাথরের এই অবৈধ উত্তোলনের পেছনে রাজনৈতিক নেতার জড়িত থাকার গুঞ্জন রয়েছে।
অপরদিকে, পরিবেশ অধিদপ্তর বিষয়টি নিয়ে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলা হচ্ছে না, যা নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।
এই অবৈধ কর্মকাণ্ড স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে এবং এলাকায় পরিবেশ দূষণের মাত্রা বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।
বিএনপির পদ থেকে স্থগিতের এই সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অস্থিরতাও তৈরি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজী আব্দুল মান্নান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।