
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের কর্দোফান অঞ্চলে শান্তি রক্ষার দায়িত্বে থাকা বাংলাদেশি সেনাদের ওপর ড্রোন হামলায় ছয় জন নিহত এবং আটজন আহত হয়েছেন। হামলাটি কাদুগলি শহরের জাতিসংঘের একটি লজিস্টিক ঘাঁটিতে ঘটে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, শান্তিরক্ষীদের ওপর এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সুদানের সেনাবাহিনী হামলার জন্য আধাসামরিক ইউনিট র্যাপিড সাপোর্ট ফোর্সকে দায়ী করেছে। দুই বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার ভিডিওতে দেখা গেছে, হামলার সময় স্থাপনার ওপর ঘন কালো ধোঁয়া উঠেছে।
বাংলাদেশের সরকার নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করেছে এবং জাতিসংঘকে বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছে।



























