আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিম দারফুর প্রদেশের আল-ফাশের শহরে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে স্থানীয় একটি মসজিদে নামাজ চলাকালে এ হামলা হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজরত অবস্থায় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং মসজিদের বেশিরভাগ অংশ ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। আহতদের সংখ্যা এখনও বাড়ছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হামলাটি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) পরিচালনা করেছে। তবে গোষ্ঠীটি এখনও এ ঘটনার দায় স্বীকার করেনি। RSF গত দুই বছর ধরে সুদানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত এবং ধীরে ধীরে আল-ফাশের শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এটি বর্তমানে দারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত।
জাতিসংঘ সতর্ক করেছে যে, সংঘাতটি ক্রমেই জাতিগত সংঘাতে রূপ নিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, অ-আরব সম্প্রদায়ের বিরুদ্ধে RSF জাতিগত নিধনের কৌশল অবলম্বন করছে। ডক্টরস উইদাউট বর্ডার্স সম্প্রতি জানিয়েছে, আল-ফাশেরকে অ-আরব জনগোষ্ঠীশূন্য করার পরিকল্পনার কথা প্রকাশ্যেই ঘোষণা করেছে ওই গোষ্ঠী। তবে RSF বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
বর্তমানে তিন লাখের বেশি সাধারণ মানুষ এই সংঘাতের মাঝে আটকা পড়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, শহরের বড় একটি অংশ RSF-এর নিয়ন্ত্রণে চলে গেছে। আন্তর্জাতিক মহল দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও, স্থানীয় পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ হয়ে উঠছে।
সূত্র: BBC, Reuters, AP News