
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ঘোষণা করেছে যে তারা গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনে অংশ নেওয়া ১৭১ জন মানবাধিকারকর্মীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ রয়েছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ কর্মীদের গ্রিস ও স্লোভাকিয়ায় প্রেরণ করা হয়েছে। তারা দাবি করেছে, তাদের আইনগত অধিকার যথাযথভাবে রক্ষা করা হয়েছে।
তবে আটককর্তাদের অভিযোগ, কারাবন্দি অবস্থায় কিছু কর্মীর সঙ্গে শারীরিক নির্যাতন, খাবার ও পানি না দেওয়া, এবং অমানবিক আচরণ হয়েছে। এছাড়া কেউ কেউ বলছেন, তাদেরকে অনবরত ভয়-ভীতি দেখিয়ে রাখা হয়েছে।
ইসরায়েল এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বলেছে, এসব নিন্দানীয় প্রচারণা এবং অপপ্রচার। তারা উল্লেখ করেছে, আটককৃত সবাইকে বৈধ প্রক্রিয়ায় বিচার ও প্রয়োজনে রিলিজ দেওয়া হবে।
এই ঘটনার ফলে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানবাধিকারের সংগঠন ও বিভিন্ন দেশ এই ফেরতের পদ্ধতি ও আটককৃতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: Reuters



























