আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও ভারত। তিনি এ ছাড়া নির্বাচন কমিশনারদের (ইসি) সুষ্ঠু ভোট কার্যক্রম পরিচালনার সক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে পাটওয়ারী সাংবাদিকদের বলেন, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা আরও বাড়ানোর বিষয়ে ইসি ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি আরও বলেন, “সময়মতো ভোট হবে কিনা তা নিয়ে আমাদের এখনও সন্দেহ রয়েছে। আমরা আশঙ্কার কথা স্পষ্টভাবে জানিয়েছি। তবে আমরা ইসিকে বলেছি, ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোট কার্যক্রম নিশ্চিত করতে হবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইসির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলেছে, যেখানে ভোটের নিরাপত্তা, প্রবাসী ভোটারদের অধিকার এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভোটপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করবে।