আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে শেষ মুহূর্তের উত্তেজনা কাটিয়ে ৪ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফিরেছে।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। লিটন দাস ৩৭ বলে ঝলমলে ৫৭ রান করে ব্যাটিং লাইনআপকে এগিয়ে নেন। ওপেনার পারভেজ হোসেন ও চারে নামা সাইফ হাসানও কার্যকর ইনিংস খেলে দলের রান তোলায় সহায়তা করেন।
তবে মাঝপথে দ্রুত দুটি উইকেট হারিয়ে চাপ বাড়ে। সেই মুহূর্তে দায়িত্ব নেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১৯তম ওভারের শেষ তিন বলে চার ও ছক্কা মেরে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। ফলে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩ রান।
জশ লিটলের করা শেষ ওভারে প্রথম তিন বলে আসে ২ রান। চতুর্থ বলটি বাউন্ডারিতে পাঠিয়ে মেহেদী হাসান দলের জয় নিশ্চিত করেন। সাইফউদ্দিন ৭ বলে ১৭* এবং মেহেদী ৩ বলে ৬* রানে অপরাজিত থাকেন।
শেষ দুই বলে ম্যাচ হাতে রেখে অর্জিত এ জয় সিরিজকে নিয়ে গেছে সমতায়। ফলে আগামী ২ ডিসেম্বরের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে উঠেছে সিরিজের নির্ণায়ক ফাইনাল।