
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে ঢাকার সেনাসদরে আয়োজিত অনুষ্ঠানে তিনি পর্ষদের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতে ড. ইউনূস মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ ও বীর সেনানীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির প্রকৃত দাবিদার।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সামরিক জীবনের বিভিন্ন স্তরে যেসব অফিসার দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, তাদের যোগ্যতা বিচার করে পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে।’





























