আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) স্বর্ণের বাজারকে আরও আধুনিক ও কার্যকর করার জন্য নতুন একটি উদ্যোগ চালু করতে যাচ্ছে। সংস্থাটি স্বর্ণকে ডিজিটাল ইউনিটে রূপান্তরিত করে তা লেনদেন, জামানত এবং অন্যান্য আর্থিক কাজে ব্যবহারযোগ্য করার পরিকল্পনা করছে। এই নতুন ডিজিটাল ইউনিটের নাম রাখা হয়েছে ‘পুলড গোল্ড ইন্টারেস্টস’ (পিজিআই)। আগামী বছরের প্রথম কয়েক মাসে লন্ডনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।
ডব্লিউজিসির প্রধান নির্বাহী ডেভিড টেইট বলেন, “আজকাল অনেক ব্যাংক ও বিনিয়োগকারীর কাছে স্বর্ণ শুধুমাত্র মজুদ হিসেবে থাকে। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এটিকে আরও লাভজনক ও ব্যবহারযোগ্য সম্পদে পরিণত করা সম্ভব।” তিনি আরও জানান, নতুন পদ্ধতিতে স্বর্ণকে মার্জিন কল, জামানত বা অন্যান্য ফাইন্যান্সিয়াল কার্যক্রমে ব্যবহার করা যাবে।
বাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন, ডিজিটাল স্বর্ণের এই উদ্যোগ ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য ডিজিটাল সম্পদের সঙ্গে প্রতিযোগিতার মুখে ফেলতে পারে। তবে ডব্লিউজিসি মনে করছে, এটি বিনিয়োগকারীদের জন্য স্বর্ণকে আরও ট্রেডযোগ্য এবং লাভজনক সম্পদে রূপান্তরিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অতীতের অভিজ্ঞতা দেখায়, স্বর্ণ-সমর্থিত ডিজিটাল মুদ্রার অনেক উদ্যোগ বড়সড় সাফল্য পায়নি। তবে টিথার গোল্ড ও প্যাক্স গোল্ডের মতো কিছু উদ্যোগ সীমিত সাফল্য অর্জন করেছে। অন্যদিকে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) মাত্র স্বর্ণের ওপর ৪০ হাজার কোটি ডলারেরও বেশি সম্পদ বিনিয়োগ আছে।
ডব্লিউজিসির এই নতুন উদ্যোগের ফলে স্বর্ণের ব্যবহার শুধু মজুদ হিসেবেই সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যাংক এবং বিনিয়োগকারীদের কাছে এটি আরও লাভজনক ও সহজলভ্য সম্পদে পরিণত হবে।