
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জলিরপাড় বঙ্গরত্ন কলেজ গভর্নিং বডির সভাপতি সেলিমুজ্জামান সেলিম ঘোষণা করেছেন, দেশের স্কুল-কলেজ আর কখনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে না।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জলিরপাড় বঙ্গরত্ন কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিমুজ্জামান আরও বলেন, জনগণের ভোটে বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সামির কান্তি শাখারী, সহকারী অধ্যাপক ভাবেশ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মোল্লা, প্রভাষক আজাদ আলী শিকদার, প্রভাষক আসাদুজ্জামান টিটো সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, দেশের শিক্ষা ও গণতন্ত্র রক্ষায় একজোট থাকুন। আগামী দিনের বাংলাদেশে শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিগত সরকার এ বিষয়গুলোকে গুরুত্ব দেয়নি, তাই আমরা এগুলো বাস্তবায়ন করব।
এর আগে সেলিমুজ্জামান মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল, উপজেলা বিএনপির নেতা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।





























