আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার দেড় মাস পর কামাল নামের এক ব্যক্তি হেলিকপ্টার ভাড়া করে নতুন বউ ঘরে তুলেছেন।
শুক্রবার দুপুরে উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে এ ঘটনাটি স্থানীয়দের নজর কাড়ে। ছোট কন্যা সন্তানকে কোলে নিয়েই তিনি নতুন জীবন শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে কামাল হোসেনের সঙ্গে সাথী আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। গত ১০ আগস্ট দুই সন্তান রেখে সাথী এক বিবাহিত যুবকের সঙ্গে চলে যান। পরে কামাল জানতে পারেন, স্ত্রী তাকে তালাক দিয়েছেন।
দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবন ভেঙে গেলেও, ভেঙে পড়েননি তিনি , নতুন সিদ্ধান্ত নেন কামাল। শুক্রবার দুপুরে তিনি হেলিকপ্টারে চড়ে নতুন শ্বশুরবাড়িতে গিয়ে বিয়ে সম্পন্ন করেন। এরপর নতুন স্ত্রীকে নিয়ে একই হেলিকপ্টারে বাড়ি ফিরে আসেন।
কামাল জানান, তার সংসারে অর্থকষ্ট ছিল না, তবে কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো। সেই সুযোগে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং শেষমেশ অন্যের সঙ্গে চলে যায়। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন এবং উল্টো আইনি হয়রানির শিকার হন।
তিনি আরও বলেন, নতুন স্ত্রী তার সন্তানদের দায়িত্ব নিতেও আগ্রহী হয়েছেন। তাই বিয়েতে বাড়তি আনন্দ যোগ করতে হেলিকপ্টার ভাড়া করেছেন।