আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এক নারী সম্প্রতি দাবি করেছেন যে, ১১ বছর আগে মারা যাওয়া তার স্বামী নিয়মিত স্বপ্নে আসতেন এবং সেই ‘স্বপ্ন-সম্পর্কের’ ফলেই তিনি গর্ভধারণ করেছেন। কয়েক মাস আগে শারীরিক অসুস্থতার পরীক্ষার সময় গর্ভধারণ ধরা পড়ার পর এই ঘটনা প্রকাশ্যে আসে।
স্বামীর মৃত্যুর পর ওই নারী একাই বসবাস করছিলেন এবং অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিজ্ঞতা নেই। তার মতে, স্বামী স্বপ্নে আসতেন, কথোপকথন করতেন, খাবার খেতেন এবং সময় কাটাতেন, এভাবেই তিনি গর্ভবতী হয়েছেন।
এই দাবী সামাজিক মাধ্যমে ব্যাপক কৌতূহল ও বিতর্ক সৃষ্টি করেছে। কেউ এটিকে অলৌকিক ঘটনা বলে দেখছেন, আবার কেউ পুরোপুরি অবিশ্বাস্য বলে মন্তব্য করছেন। অনেকেই বিষয়টির সত্যতা যাচাইয়ে ডিএনএ পরীক্ষার পরামর্শ দিয়েছেন।
তবে চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, গর্ভধারণের জন্য নারীর ডিম্বাণুর সঙ্গে পুরুষের শুক্রাণুর মিলন অপরিহার্য, যা হয় স্বাভাবিক শারীরিক সম্পর্কের মাধ্যমে বা চিকিৎসা সহায়তায় যেমন (আইভিএফ)। কেবল স্বপ্ন বা আধ্যাত্মিক অভিজ্ঞতায় গর্ভধারণের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে সন্তান জন্মের ঘটনাও ঘটেছে। যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে লরা অরিকো তার স্বামীর মৃত্যুর ১০ বছর পর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে গর্ভধারণ করেন। ভারতে কেরালার এক নারীও ফ্রোজেন এমব্রিও ব্যবহার করে স্বামীর মৃত্যুর এক বছর পর যমজ সন্তানের জন্ম দেন। যুক্তরাজ্যের ‘ডায়ান ব্লাড’ মামলায়ও মৃত স্বামীর শুক্রাণু ব্যবহারের আইনি স্বীকৃতি মিলেছিল।
সূত্র: RTV Online,